সোমবার ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী একটি হামলার দায় স্বীকার করেছে। হামলায় উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত নিরাপত্তা বাহিনীর সাথে যুক্ত ৬ জন যোদ্ধাকে তারা হত্যা করে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, রাক্কা শহরের একটি নিরাপত্তা সদর দপ্তরকে লক্ষ্য করে হামলাটি সংঘটিত হয়।এটি ২০১৭ সাল পর্যন্ত আইএসের কার্যত রাজধানী ছিল।
যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জঙ্গি গোষ্ঠীটিকে সেখান থেকে উৎখাত করে।
হামলাকারী ২ জন আইএস সদস্যের ১ জন ওই হামলায় নিহত হন।হামলার ফলে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে এবং শহরব্যাপী কারফিউ ঘোষণা করে। নিরাপত্তা বাহিনী আইএস-এর সম্ভাব্য স্লিপার সেলগুলোর সন্ধানে ব্যাপক একটি অভিযান শুরু করে যা আইএসআইএস বা দায়েশ নামেও পরিচিত।
উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি-নেতৃত্বাধীন স্বায়ত্তশাসিত প্রশাসনের অভ্যন্তরীণ বিভাগের সহ-সভাপতি আলী হাজোর এক বিবৃতিতে বলেন, বিস্ফোরক বেল্ট পরে থাকা অন্য একজন হামলাকারীকে এসডিএফ আটক করেছে।
সোমবার এসডিএফের জেনারেল কমান্ডার মাজলুম আবদি বলেছেন, তার বাহিনী “রাক্কায় দায়েশ সেলের বিপজ্জনক প্রস্তুতি” সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়েছে।
গত সপ্তাহে ইরাকের কিরকুক প্রদেশে আইএস জঙ্গিদের একটি হামলায় ৯ জন পুলিশ নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত সপ্তাহে বলেছে, তারা পূর্ব সিরিয়ায় ৩টি হেলিকপ্টার অভিযান চালিয়েছে। এতে ৬ জন আইএস সদস্যকে আটক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলেছেন, যতক্ষণ আইএস-এর হুমকির সম্ভাবনা থাকবে ততক্ষণ তারা ইরাক এবং সিরিয়ায় তাদের অংশীদারদের সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।