অ্যাকসেসিবিলিটি লিংক

টানা দ্বিতীয়বার রংপুর সিটির মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান


জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান
জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান

বাংলাদেশের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত মেয়র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোস্তফা এক লাখ ৪৬ হাজার ৭৯৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আমিরুজ্জামান ৪৯ হাজার ৮৯২টি ভোট পেয়েছেন।

ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া থেকে মোস্তফা এক লাখ ২৪ হাজার ৪৯২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী প্রার্থী) লতিফুর রহমান ৩৩ হাজার ৮৮৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে, ভোট গণনা শেষ, ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। মেয়র পদে ৯ জন প্রার্থীর মধ্যে মোস্তফা ‘লাঙল’ প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান ‘হাত পাখা’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রংপুর জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কারণ দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচএম এরশাদ এই জেলার বাসিন্দা ছিলেন।

রিটার্নিং অফিসার জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে, চার লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে দুই লাখ ৭৯ হাজার জনের বেশি ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রয়োগের হার ৬৫ দশমিক ৮ শতাংশ। ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়; চলে রাত সাড়ে ৮ টা পর্যন্ত। তবে, নিয়ম অনুযায়ী বিকাল ৪ টায় ভোটকেন্দ্রে প্রবেশ বন্ধ হয়ে যায়। এই সময়ের মধ্যে যারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পেরেছেন, তারাই কেবল পরে ভোট দিতে পেরেছেন।

মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য মেয়র প্রার্থীরা হলেন; বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল, জাতীয় সমাজতান্ত্রিক দলের শফিউর রহমান, জাকের পার্টির খোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান।

জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “এটা তার জয় নয়, নগরবাসীর কৃতিত্ব।”

XS
SM
MD
LG