অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষি উৎপাদনের কারণে বৈশ্বিক সংকটের মধ্যেও স্বস্তি রয়েছে: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক


বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, “কৃষি উৎপাদনের সাফল্যের কারণেই করোনা পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-সহ নানান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ স্বস্তিতে রয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. রাজ্জাক বলেন, “অভ্যন্তরীণ উৎপাদন ভালো হয়েছে বলেই দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হয়েছে। এর পরও কোন রকম খাদ্য সংকট হয় নি। এছাড়া, পেঁয়াজের উৎপাদন বেড়েছে, এটি নিয়ে এখন আমরা স্বস্তিতে আছি।”

“আমরা তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ দেশে উৎপাদন করতে কাজ করছি। এবার সরিষার রেকর্ড আবাদ হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে; জানান কৃষিমন্ত্রী ড. রাজ্জাক।

XS
SM
MD
LG