অ্যাকসেসিবিলিটি লিংক

টেন্ডার ছাড়াই ২ কোটি লিটার তেল ও ৮ হাজার টন মসুর ডাল কিনছে টিসিবি


বাংলাদেশের রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই স্থানীয় ও আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে মোট ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে। আর, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে আট হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

পণ্যগুলো বাংলাদেশে চলমান খোলা বাজার বিক্রয় (ওএমএস) কর্মসূচির জন্য সংগ্রহ করা হবে। দেশে নিত্য-পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য এ কর্মসূচি চলছে। দীর্ঘদিন ধরে টিসিবি ওএমএস কর্মসূচির আওতায় স্থানীয় বাজারে বিক্রি করার জন্য, স্থানীয় ও আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে কিছু পণ্য সংগ্রহ করে আসছে।

প্রস্তাব অনুযায়ী, ৮১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ঢাকার সেনা ভোজ্যতেল ইন্ডাস্ট্রিজ থেকে প্রায় ৪৪ লাখ লিটার সয়াবিন তেল সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে সংগ্রহ করা হবে। সে হিসেবে প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫ পয়সা।

এছাড়া, ওমানের জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সালতানাত (স্থানীয় এজেন্ট: স্কাই ট্রেডিং) থেকে ডিপিএম এর মাধ্যমে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি। এ ক্ষেত্রে প্রতি লিটারের জন্য খরচ হবে ১৩৭ টাকা ৯৪ পয়সা। আর, শুন শিং এডিবল অয়েল লিমিটেড থেকে ১০১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে আরও ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৫ পয়সা।

এদিকে, আরাবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস (স্থানীয় এজেন্ট: বিআইএনকিউ, ঢাকা) ৮১ টাকা ৫৭ লাখ টাকা ব্যয়ে, আট হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে টিসিবি। এই ক্রয়ে, প্রতি কেজির দাম পড়বে ১০১ টাকা ৯৭ পয়সা।

XS
SM
MD
LG