অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেসের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ট্রাম্পের ট্যাক্স রিটার্ন প্রকাশ করা হয়েছে


প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক ইয়ার ২০২০ সালের ট্যাক্স রিটার্নের অনুলিপি। ৩০ ডিসেম্বর, ২০২২।
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক ইয়ার ২০২০ সালের ট্যাক্স রিটার্নের অনুলিপি। ৩০ ডিসেম্বর, ২০২২।

শুক্রবার কংগ্রেসে ডেমোক্র্যাটরা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬ বছরের ট্যাক্স রিটার্ন বা তাঁর দেয়া করের বিবরণ প্রকাশ করেছে। এক সময়ের শীর্ষ ব্যবসায়ির অর্থ সম্পর্কে আরও জানার জন্য দীর্ঘ প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি এটি।তিনি কয়েক দশকের রাজনৈতিক নজির ভেঙে হোয়াইট হাউজের কাছে স্বেচ্ছায় তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছিলেন।

করের এই বিবরণের মধ্যে ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের কিছু ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য যেমন সোশ্যাল সিকিউরিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সংশোধন অন্তর্ভুক্ত রয়েছে।

যখন ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান তখন তিনি তার করের এই বিবরণ প্রকাশ করেননি। এটি দীর্ঘ প্রচলিত নজিরের একটি বড় ব্যাতিক্রম। হোয়াইট হাউজে থাকাকালীন তিনি সেগুলো গোপন রাখার জন্য আইনি লড়াই চালিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট গত মাসে অর্থ মন্ত্রককে ট্যাক্স রাইটিং ওয়েজ এন্ড মিনস কমিটির কাছে সেটি হস্তান্তর করা থেকে বিরত রাখতে নিষেধ করেছিল।

ট্রাম্পের সহকর্মী রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে হাউজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার মাত্র কয়েকদিন আগে কর বিষয়ক বিবরণের এই অবমুক্তি ট্রাম্পের অর্থায়নের সবচেয়ে বিশদ চিত্র প্রদান করে যা কিনা ১৯৮০ সালে ম্যানহাটন রিয়েল এস্টেট বিকাশকারী হিসেবে তার সেই দিন থেকে রহস্য এবং চক্রান্তে আচ্ছন্ন ছিল।

কংগ্রেস একটি প্রস্তাব পাস করেছে যে যেকোনো প্রেসিডেন্টের আয়কর ফাইলিং-এর অডিট প্রয়োজন হবে। রিপাবলিকানরা এই আইনের তীব্র বিরোধিতা করেছিল। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, অডিটের প্রয়োজন সংক্রান্ত আইন করদাতার গোপনীয়তা লঙ্ঘন করবে এবং রাজনৈতিক ফায়দার জন্য অডিটকে অস্ত্রে পরিণত করতে পারে।

XS
SM
MD
LG