ইরানের এক লেখক ও চিত্রকরকে দেশটির রেভোল্যুশনারী আদালত মৃত্যুদন্ডাদেশ দিয়েছে।
ইসরাইলের এক টিভি স্টেশনকে এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারের কারণে মেহদি বাহমান-কে অক্টোবরে গ্রেফতার করা হয়। চ্যানেল ১৩ কে দেওয়া ঐ সাক্ষাৎকারে তিনি ইরানের সমালোচনা করেছিলেন বলে জানা গিয়েছে।
তাকে দেওয়া দণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু এখনও প্রকাশ করা হয়নি বলে, ভিওএ’র ফারসি সার্ভিস জানিয়েছে।
নিজের হিজাবটি “সঠিকভাবে” না পরার কারণে ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটকের কয়েকদিন পরই, সেপ্টেম্বরে পুলিশী হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরান জুড়ে বিক্ষোভ চলাকালীন বাহমান-কে গ্রেফতার করা হয়।