অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপগামী ৭০০ অভিবাসন-প্রত্যশীসহ লিবিয়ায় নৌকা আটক


লিবিয়ার পূর্বাঞ্চলের উপকুলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা পূর্ব বেনগাজি শহর থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) পশ্চিমে ভূমধ্যসাগরীয় শহর মৌরা থেকে কমপক্ষে ৭০০ অভিবাসন-প্রত্যাশীকে বহনকারী একটি জাহাজকে আটক করেছে, ৩০ ডিসেম্বর, ২০২২।
লিবিয়ার পূর্বাঞ্চলের উপকুলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা পূর্ব বেনগাজি শহর থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) পশ্চিমে ভূমধ্যসাগরীয় শহর মৌরা থেকে কমপক্ষে ৭০০ অভিবাসন-প্রত্যাশীকে বহনকারী একটি জাহাজকে আটক করেছে, ৩০ ডিসেম্বর, ২০২২।

লিবিয়ার পূর্ব উপকূলে কমপক্ষে ৭০০ জন অভিবাসন-প্রত্যশীকে বহনকারী একটি নৌযান আটক করা হয়েছে বলে জানিয়েছে উপকুলরক্ষী। যুদ্ধবিধ্বস্ত উত্তর আফ্রিকার এই দেশের মধ্য দিয়ে ইউরোপে উন্নত জীবন যাপনের জন্য যেতে চাওয়া অভিবাসন-প্রত্যশীদের জন্য সাম্প্রতিক মাসগুলোতে এটি ছিল সবচেয়ে বড় বাধা।

উপকুলরক্ষীটি জানিয়েছে, শুক্রবার ভূমধ্যসাগরীয় শহর মৌরা থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) পশ্চিমে নৌকাটি থামানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, অভিবাসন-প্রত্যাশীরা বিভিন্ন দেশ থেকে এসেছেন। যারা অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছেন তাদের নিজ দেশের কাছে হস্তান্তর করা হবে।

বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফেইসবুকে উপকুলরক্ষী পোস্ট করা এক ছবিতে দেখা যায়, অত্যন্ত জনাকীর্ণ জলযানটির অধিকাংশ আরোহীই তরুণ।

সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসন-প্রত্যাশীদের ইউরোপ যাত্রা ক্ষেত্রে এটিই ছিল সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি। মধ্য প্রাচ্য ও আফ্রিকায় সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষের গন্তব্যস্থল ইউরোপ।

গত বছরের আগস্টে, ইটালির সামরিক জাহাজগুলি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসার উপকুল থেকে ৫৩৯ জন অভিবাসন-প্রত্যাশীর একটি নৌকাকে সহায়তা করে। নৌকাটি লিবিয়ার উপকূল থেকে রওনা দিয়েছিল ।

সাম্প্রতিক বছরগুলিতে লিবিয়া ইউরোপে উন্নত মানের জীবনযাত্রার সন্ধানকারী অভিবাসন-প্রত্যাশীদের জন্য প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। তেল সমৃদ্ধ দেশটি ২০১১ সালে নেটো-সমর্থিত অভ্যুত্থানের পরে বিশৃঙ্খলার মধ্যে পড়ে।ঐ অভ্যূত্থানে দীর্ঘদিনের স্বৈরাচারী মোয়াম্মার গাদ্দাফিকে উৎখাত আর হত্যার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগরে ১,৫২২ জন অভিবাসন-প্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। আইওএম বলছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে ২৪ হাজার ৮৭১ জন অভিবাসন-প্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। জাহাজডুবির সংখ্যা যেহেতু কখনোই রিপোর্ট করা হয় না, তাই প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

XS
SM
MD
LG