অ্যাকসেসিবিলিটি লিংক

বৈদ্যুতিক তারে নববর্ষ উদযাপনের ফানুস, ২ ঘণ্টা বন্ধ ছিল টাকা মেট্রোরেল


নববর্ষ উদযাপনে ব্যবহৃত বেশ কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় ট্রেন চলাচল বিলম্বিত হয়।
নববর্ষ উদযাপনে ব্যবহৃত বেশ কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় ট্রেন চলাচল বিলম্বিত হয়।

বাংলাদেশর রাজধানী ঢাকায় সদ্য চালু হওয়া মেট্রোরেল পরিষেবা রবিবার (১ জানুয়ারি) সকালে দুই ঘণ্টা দেরিতে চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নববর্ষ উদযাপনে ব্যবহৃত বেশ কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় ট্রেন চলাচল বিলম্বিত হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএন সিদ্দিক বলেন, “নিরাপত্তার কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে দুই ঘন্টা কার্যক্রম স্থগিত রাখে। বৈদ্যুতিক লাইন থেকে ফানুস অপসারণের পর সকাল ১০টার দিকে মেট্রোরেলের কার্যক্রম আবার শুরু হয়।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা সত্ত্বেও ৩১ ডিসেম্বর রাতে ঢাকাবাসী আতশবাজি এবং ফানুশ উড়িয়ে ২০২৩ সালকে স্বাগত জানানয়।

XS
SM
MD
LG