অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সমালোচকদের ইরান সফরের ব্যাপারে সাবধান করল জার্মানী


ইরানের কুখ্যাত “নৈতিকতা পুলিশের” হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর, জার্মানীর বার্লিনে ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এক প্রতিবাদে অংশগ্রহণকারী এক ব্যক্তি প্রতিবাদের পক্ষে সমর্থন প্রকাশ করছেন, ২২ অক্টোবর ২০২২।
ইরানের কুখ্যাত “নৈতিকতা পুলিশের” হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর, জার্মানীর বার্লিনে ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এক প্রতিবাদে অংশগ্রহণকারী এক ব্যক্তি প্রতিবাদের পক্ষে সমর্থন প্রকাশ করছেন, ২২ অক্টোবর ২০২২।

জার্মানীতে বসবাসকারী যেসব ইরানী ইরানের সরকারের সমালোচনা করেছেন, তাদেরকে ইরান সফরে সাবধানতা অবলম্বন করতে সতর্ক করেছে জার্মানী।

জার্মানীর ফেডারেল অফিস ফর দ্য প্রটেকশন অফ দ্য কন্সটিটিউশন (সংবিধান সংরক্ষণ বিষয়ক কেন্দ্রীয় সরকারের দফতর) এর প্রধান, টমাস হলডেনওয়্যাং জার্মানী প্রেস এজেন্সি-কে বলেন যে, ইরান সরকার কয়েক বছর ধরেই সমালোচনাকারীদের সনাক্ত করতে কাজ করে যাচ্ছে, এবং সেসব ব্যক্তি ইরানে গেলে গুরুতর পরিণতি ভোগ করতে পারেন।

হলডেনওয়্যাং এও বলেন যে, ইরানের সমালোচনাকারীদের বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যরাও একই হুমকির সম্মুখীন হন।

হাজার হাজার মানুষের অংশগ্রহণে অক্টোবরে বার্লিনে ইরান সরকারের বিরুদ্ধে হওয়া প্রতিবাদগুলোর মত ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন যে ইরান সরকারের সংস্থাগুলো ঐ ঘটনাগুলোকে সমালোচকদের সনাক্ত করতে সম্ভাব্যরূপে ব্যবহার করতে পারে।

XS
SM
MD
LG