অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৪ যাত্রী নিহত


জরুরি পরিষেবা কর্মীরা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সি ওয়ার্ল্ডের কাছে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার পরিদর্শন করছেন। ২ জানুয়ারি, ২০২৩।
জরুরি পরিষেবা কর্মীরা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সি ওয়ার্ল্ডের কাছে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার পরিদর্শন করছেন। ২ জানুয়ারি, ২০২৩।

সোমবার বিকেলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় একটি পর্যটন এলাকায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৪ জন যাত্রী নিহত এবং ৩ জন গুরুতরভাবে আহত হয়।

কুইন্সল্যান্ড রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক গ্যারি ওয়ারেল এক সংবাদ সম্মেলনে বলেন, গোল্ড কোস্টের উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকতের মেইন বিচে সি ওয়ার্ল্ড থিম পার্কের কাছে একটি হেলিকপ্টার ওড়ার এবং অন্যটি অবতরণ করার সময় সংঘর্ষ হয়েছে বলে মনে হচ্ছে।

একটি হেলিকপ্টার বালির তীরে নিরাপদে অবতরণ করেছিল, কিন্তু অন্যটির ধ্বংসাবশেষ এমন একটি এলাকায় ছড়িয়ে পড়েছিল যেখানে যাওয়া কঠিন বলে পুলিশ জানিয়েছে।

নিহত ৪ জন এবং গুরুতর আহত ৩ ব্যক্তি- এরা সবাই বিধ্বস্ত হেলিকপ্টারের যাত্রী।

দুর্ঘটনায় উইন্ডস্ক্রিন নষ্ট হওয়া অন্য হেলিকপ্টারের যাত্রীরাও চিকিৎসা সহায়তা পাচ্ছেন।

জন নামের একজন প্রত্যক্ষদর্শী মেলবোর্ন রেডিও স্টেশন থ্রি এ ডব্লিউকে বলেছেন, সি ওয়ার্ল্ডের

পৃষ্ঠপোষকরা দুর্ঘটনার শব্দ শুনেছেন।

তিনি বলেন, থিম পার্কের কর্মীরা দুর্ঘটনার নিকটবর্তী এলাকাগুলো দ্রুতগতিতে বন্ধ করে দিয়েছে।

কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আনাতাসিয়া প্যালাসজুক বলেছেন, দুর্ঘটনাটি একটি ‘অচিন্তনীয় ট্র্যাজেডি।’

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

কুইন্সল্যান্দের অ্যাম্বুলেন্স সার্ভিস আগেই বলেছিল, ১৩ জনকে আঘাতের জন্য চিকিৎসা দেয়া হচ্ছে।

গোল্ড কোস্ট অঞ্চলটি জানুয়ারিতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। এই মাস অস্ট্রেলিয়ার গ্রীষ্মে ছুটির শীর্ষ সময়।

XS
SM
MD
LG