অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ বেনেডিক্টের প্রতি হাজার হাজার মানুষের শ্রদ্ধা নিবেদন


ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মরদেহে শ্রদ্ধা জানাতে ভক্তরা সারিবদ্ধ হয়েছেন। ২ জানুয়ারি, ২০২৩।
ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মরদেহে শ্রদ্ধা জানাতে ভক্তরা সারিবদ্ধ হয়েছেন। ২ জানুয়ারি, ২০২৩।

সোমবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সারিবদ্ধ ভাবে অপেক্ষা করছেন। সেখানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শায়িত আছে।

কিছু ভক্ত ভোর হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকে ব্যাসিলিকার দরজা খোলার জন্য অপেক্ষা করছিলেন।

ভ্যাটিকান পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যাহ্ন পর্যন্ত ৪০ হাজার মানুষ প্রয়াত পোপের প্রতি সারিবদ্ধ ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

৯৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই ধর্মযাজক শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৩ সালে বেনেডিক্ট তাঁর ভ্যাটিকান পদ থেকে অব্যাহতি নেন।

৬০০ বছরের মধ্যে তিনি প্রথম পোপ যিনি তাঁর পদ থেকে সরে দাঁড়ালেন।

বেনেডিক্টের মৃতদেহ ঐতিহ্যবাহী লাল লিটার্জিকাল পোশাক পরিহিত অবস্থায় এবং কোনেোপা সামগ্রী ছাড়াই বুধবার পর্যন্ত সেখানে রাখা হবে।

ভ্যাটিকান নিউজ ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার “পোপ ফ্রান্সিস আধুনিক ইতিহাসে প্রথম পোপ হয়ে উঠবেন যিনি তাঁর পূর্বসূরির অন্ত্যোষ্টিক্রিয়ায় পোপ হিসেবে সভাপতিত্ব করবেন।”

ভ্যাটিকান বলেছে, বেনেডিক্টের ইচ্ছার সাথে মিল রেখে অন্ত্যোষ্টিক্রিয়ার অনুষ্ঠান বেশ অনাড়ম্বড়পূর্ণভাবে করা হবে।

সোমবার ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি বলেছেন, বেনেডিক্ট,যিনি জোসেফ রেটজিঙ্গার নামেজন্মগ্রহণ করেছিলেন, তাঁকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার নীচে ভূ-গর্ভস্থ ঘরে সমাহিত করা হবে। ২০১১ সালে ব্যাসিলিকার একটি চ্যাপেলে স্থানন্তিরত করার আগে দ্বিতীয় জন পলকে সেখানেই সমাহিত করা হয়েছিল।

ভ্যাটিকান নিউজ জানিয়েছে, বেনেডিক্ট মৃত্যুর কিছুক্ষণ আগে তাঁর উচ্চারিত শেষ কথা ছিল, “প্রভু, আমি তোমাকে ভালোবাসি।”

অবসরপ্রাপ্ত পোপের ব্যক্তিগত সচিব আর্চবিশপ জর্জ গ্যানসওয়েইন বলেন সেই সময় বেনেডিক্টের সাথে শুধুমাত্র একজন নার্সই ছিলেন।

[ এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে ]।

XS
SM
MD
LG