অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও তুরস্ক ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত আর্থিক নেটওয়ার্ককে টার্গেট করেছেঃ যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ


ফাইল ছবি: য়ুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। মে ৪,২০২১। .
ফাইল ছবি: য়ুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। মে ৪,২০২১। .

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে যে তারা একটি নেটওয়ার্কের বিরুদ্ধে তুরস্কের সাথে যৌথ পদক্ষেপ গ্রহণ করছে। ঐ নেটওয়ার্কটি ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের জন্য অর্থ ব্যবস্থাপনা, স্থানান্তর এবং বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অর্থ বিভাগ (ট্রেজারি ডিপার্টমেন্ট) এক বিবৃতিতে বলেছে, তুরষ্ক নেটওয়ার্কের সদস্যদের সম্পদ জব্দ করেছে এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তালিকায় একে যুক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যাদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে তুরস্কে অবৈধভাবে বসবাসকারী ব্রুকান আল-খাতুনী নামের এক ইরাকি নাগরিক, তার দুই ছেলে এবং তারা তুরষ্ক, ইরাক ও সিরিয়ার মধ্যে ইসলামিক স্টেটের পক্ষ থেকে অর্থ স্থানান্তরের জন্য যে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করত সেগুলো।

XS
SM
MD
LG