অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:31 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ভেনেজুয়েলা, নিকারাগুয়া, কিউবা এবং হাইতি থেকে প্রতি মাসে ৩০হাজার অভিবাসন প্রার্থীকে আইনানুগ প্রবেশের একটি নতুন পন্থার প্রস্তাব দিয়েছেন এবং মেক্সিকো থেকে অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক অভিবাসন প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

রিপাবলিকান আইনপ্রণেতাদের ২০ জনের ডানপন্থী একটি দল প্রতিনিধি পরিষদের বর্তমান রিপাবলিকান নেতা ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান কেভিন ম্যাকার্থিকে স্পিকার হতে বাধা দিচ্ছে। ১১ বার ভোটগ্রহণের পর শুক্রবার দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি রাখার পক্ষে ভোট গ্রহণ করা হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলার ওলাফ শোলজের মধ্যকার ফোন আলোচনার পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে যে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য দু’দেশই ইউক্রেনকে সাঁজোয়া যানবাহন সরবরাহ করবে। জার্মানি ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি সরবরাহ করবে।

XS
SM
MD
LG