অ্যাকসেসিবিলিটি লিংক

লুহানস্ক ও ডনেটস্ক-কে আনুষ্ঠানিকভাবে রুশ সশস্ত্র বাহিনীতে একীভূত করা হয়েছে: ব্রিটেন


৫ জানুয়ারি ২০২৩ তারিখে তোলা এই ছবিতে, ঐ একই দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলের চাসিভ ইয়ার-এ একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরের চিত্র দেখা যাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিষয়ে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার টুইটারে পোস্ট করা তাদের হালনাগাদ তথ্যে জানায়, “লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলএনআর) ও ডনেটস্ক পিপল’স রিপাবলিক (ডিএনআর) এর আধাসামরিক বাহিনীগুলোকে, ২০২২ সালেন ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে একীভূত করা হয়েছে।”

লুহানস্ক ও ডনেটস্ক, উভয়ই আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃত।

তবে, ব্রিটিশ মন্ত্রকটি জানায়, রাশিয়া দাবি করছে যে ২০২২ এর সেপ্টেম্বরের গণভোটের মাধ্যমে ঐ অঞ্চলগুলো রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত হওয়ার পর, এলএনআর ও ডিএনআর স্বাভাবিক নিয়মেই রুশ ফেডারেশনের অপরিহার্য অংশ। এছাড়াও,রাশিয়া “২০১৪ সাল থেকে উভয় অঞ্চলকেই সতর্কতার সাথে নিন্ত্রণ করে আসছে, এবং ডিএনআর এর ১ম আর্মি কোর এবং এলএনআর এর ২য় আর্মি কোর তৈরি করেছে। আর বাহিনীগুলোকে রুশ সামরিক কর্মকর্তাদের দিয়ে সহায়তা করেছে।”

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, “রুশ ব্যবস্থায় খুব সম্ভবত ডিএনআর ও এলএনআর এর মর্যাদা ও পরিচিতি নিয়ে মতভেদ রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারির আক্রমণের পূর্বেও, এই ভূখণ্ডগুলোতে অর্থায়নে, রুশ অর্থব্যবস্থায় উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করত। এখন, ক্রেমলিন প্রকাশ্যে তাদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে অঞ্চলগুলো এখন রাশিয়ার জন্য একটি বড় রাজনৈতিক, কূটনৈতিক ও আর্থিক খরচের কারণ হয়ে উঠবে। যেটি চলমান সংঘাতের বর্তমান পর্যায় শেষ হয়ে যাওয়ার অনেক পরও চলতে থাকবে।”


XS
SM
MD
LG