অ্যাকসেসিবিলিটি লিংক

বিক্ষোভকারীদের ওপর নির্যাতন অনৈসলামিক: ইরানের শীর্ষ সুন্নি নেতা


তেহরানে ইসলামি প্রজাতন্ত্রের ‘নৈতিকতা পুলিশ’ দ্বারা গ্রেপ্তার হওয়ার পর নিহত একজন নারী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে হওয়া বিক্ষোভের সময় পুলিশের মোটরসাইকেল পুড়েছে। ১৯ সেপ্টেম্বর,২০২২। ফাইল ছবি।
তেহরানে ইসলামি প্রজাতন্ত্রের ‘নৈতিকতা পুলিশ’ দ্বারা গ্রেপ্তার হওয়ার পর নিহত একজন নারী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে হওয়া বিক্ষোভের সময় পুলিশের মোটরসাইকেল পুড়েছে। ১৯ সেপ্টেম্বর,২০২২। ফাইল ছবি।

শুক্রবার শীর্ষ একজন ভিন্নমতাবলম্বী ইরানি সুন্নি ধর্মগুরু দেশের দক্ষিণ-পূর্বে সাপ্তাহিক বিক্ষোভ অব্যাহত থাকায় আটক বিক্ষোভকারীদের দোষী সাব্যস্ত করার জন্য জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের ইরানের কথিত আচরণকে অনৈসলামিক বলে নিন্দা জানিয়েছেন।

ইতোমধ্যে দেশব্যাপী বিক্ষোভের পর একজন নাম করা রন্ধন শিল্পি এবং একজন বিশিষ্ট সাংবাদিককে গ্রেপ্তারসহ কর্তৃপক্ষের হামলা অব্যাহত রয়েছে।

নারীদের জন্য কঠোর পোশাক বিধি নিষেধ লঙ্ঘনের জন্য নৈতিকতা পুলিশ কর্তৃক আটক এক ইরানি কুর্দি তরুণীর ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মৃত্যুতেঁ বিক্ষোভের অংশ হিসেবে প্রতি শুক্রবার দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সরকার বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়ে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও অনুসারে, খুতবার পরে বিক্ষোভকারীরা ‘ইসলামিক প্রজাতন্ত্রের মৃত্যু হোক’ শ্লোগান দিয়ে জাহেদানে মিছিল করেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ফুটেজ যাচাই করতে পারেনি। শুক্রবারে ইন্সটাগ্রামে তার একাউন্ট খুঁজে পাওয়া যায়নি।

ইস্টাগ্রামে ২ দশমিক ৭ মিলিয়ন ফলোয়ার থাকা নবাব ইব্রাহিমিকে গ্রেপ্তারের বিষয়ে বিচার বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার তার আকাউন্ট খুজেঁ পাওয়া যায়নি।

মেহেদি বেইক মধ্যপন্থী পত্রিকা ইতেমাদের রাজনৈতিক ডেস্কের প্রধান ছিলেন। বৃহস্পতিবার তাকে নিরাপত্তা এজেন্টরা আটক করেছে। টুইটারে তার স্ত্রী একথা জানান। কর্মকর্তারা এখনো বেইককে আটকের কারণ ঘোষণা করতে পারেনি। বেইক গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের আত্মীয়দের সাক্ষাৎকার নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট টুইটারে বলেছে, ৫ জানুয়ারি পর্যন্ত তারা অন্তত ৮৪ জন সাংবাদিকের নাম নথিভুক্ত করেছে যারা ইরানে চলমান বিক্ষোভের মধ্যে গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ৩৬ জনকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

XS
SM
MD
LG