অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজার পালংখালী ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত


কক্সবাজার পালংখালী ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত।
কক্সবাজার পালংখালী ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত।

বাংলাদেশের কক্সবাজার জেলার, উখিয়ার পালংখালী ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। শনিবার (০৭ জানুয়ারি) রাতে উখিয়া ক্যাম্প-১৫ এ এই ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ (৩৬) ক্যাম্প-১৫ এর ‌‘এ’ ব্লকের বাসিন্দা ও হেড মাঝি (নেতা)।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, “রাতে তিন জন দুর্বৃত্ত রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তিনি ক্যাম্প-১৫ এ তার স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন। তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওলিউর রহমান বলেন, “এমএসএফ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। নিহত ব্যক্তি শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

XS
SM
MD
LG