অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার ব্যবধানে ২জন খুন


কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার ব্যবধানে ২জন খুন।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার ব্যবধানে ২জন খুন।

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে, আরও এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) ভোরে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে ।নিহত মোহাম্মদ সেলিম (৩৫) উখিয়া উপজেলার বালুখালী ৮- নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুস সোবহানের ছেলে। তিনি ওই ক্যাম্প-এর বি-ব্লকের সাব মাঝি।

এই ঘটনার ১২ ঘন্টা আগে, শনিবার ( ৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পালংখালীর জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫, এর হেড মাঝি রশিদ আহমদ কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “ভোরে ঘর থেকে ডেকে নিয়ে আরসা বলে কথিত একদল দুষ্কৃতিকারী মাঝি সেলিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ অভিযান চালাচ্ছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

XS
SM
MD
LG