অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান হত্যা: বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন


যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি-আমেরিকান ছাত্র সাঈদ ফয়সাল হত্যার বিচারের দাবিতে, বাংলাদেশের রাজধানী ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়ার জন্য সিনিয়র ডিরেক্টর রিয়ার এডমিরাল আইলিন লাউবাচারের নির্ধারিত বৈঠকের (দুপুর ২টা ৩০ মিনিটে) ঠিক আগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আইলিন লাউবাচার শনিবার ( জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছেন এবং মঙ্গলবার তারা ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।রোববার তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

যোগাযোগ করা হলে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “যুক্তরাষ্ট্রের একটি ভালো বিচার ব্যবস্থা রয়েছে এবং সেখানকার কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে।

XS
SM
MD
LG