বাইডেন প্রশাসন রবিবার ব্রাজিলের সরকারি ভবনগুলোতে উগ্র ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের হামলার নিন্দা জানিয়েছে। বলসোনারো ফ্লোরিডার অরল্যান্ডোতে স্ব-আরোপিত নির্বাসন নেন। তাকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন চাপের মুখোমুখি হচ্ছেন। বলসোনারো টুইট করেছেন যে শান্তিপূর্ণ বিক্ষোভ গণতন্ত্রের একটি অংশ কিন্তু সরকারী ভবনগুলিতে যে কোনও আক্রমণ গ্রহণযোগ্য নয়।
উত্তর আমেরিকার নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোতে রয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যকার আলোচ্য বিষয়গুলি হচ্ছে জ্বালানি, অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন ও মাদক পাচার।
প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার আমেরিকার সীমান্ত শহর টেক্সাসের এল পাসো পরিদর্শন করেন। দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ-পশ্চিম সীমান্তে এটিই ছিল প্রেসিডেন্ট-এর প্রথম সফর।