অ্যাকসেসিবিলিটি লিংক

আইএস-এ যোগ দেয়া আমেরিকান নারী সিরিয়ার ক্যাম্প থেকে ফেরার আশা করেন


ভিডিও থেকে নেওয়া এই ছবিতে হোদা মুথানা সিরিয়ার রোজ ডিটেনশন ক্যাম্পে এক সাক্ষাৎকারের সময় কথা বলছেন। ৯ নভেম্বর, ২০২২।
ভিডিও থেকে নেওয়া এই ছবিতে হোদা মুথানা সিরিয়ার রোজ ডিটেনশন ক্যাম্পে এক সাক্ষাৎকারের সময় কথা বলছেন। ৯ নভেম্বর, ২০২২।

এক নারী যিনি ২০ বছর বয়সে আলাবামার বাড়ি থেকে পালিয়ে ইসলামিক স্টেট গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন তিনি এখনও যুক্তরাষ্ট্রে ফিরে আসার আশা করছেন।সেখানে এক আইএস যোদ্ধার সাথে একটি সন্তানও রয়েছে তার। জানান, প্রয়োজনে জেল খাটবেন এবং চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করবেন।

যুক্তরাষ্ট্র-মিত্র কুর্দি বাহিনীর হাতে বন্দী, সিরিয়ার রোজ ডিটেনশন ক্যাম্পে এক বিরল সাক্ষাৎকারে হোদা মুথানা জানান ২০১৪ সালে এই গ্রুপে যোগদানের জন্য অনলাইন পাচারকারীদের খপ্পরে পড়েন তিনি এবং এখন প্রি-স্কুলে পড়ার বয়সী তার ছোট ছেলে ছাড়া বাকি সবকিছুর জন্য অনুশোচনা করছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা দ্য নিউজ মুভমেন্টকে ২৮ বছর বয়সী এই নারী জানান, "আমাকে যদি এই অপরাধের জন্য কারাগারে যেতে হয় আমি যাবো। আমি এর বিরুদ্ধে লড়াই করব না। আমি আশা করছি যে আমার সরকার আমাকে সেই সময়ে এক নির্বোধ তরুণী হিসাবে দেখবে।"

২০১৯ সালের শুরুর দিকে সিরিয়ায় চরমপন্থী গোষ্ঠীর সর্বশেষ ছিটমহলগুলির একটি থেকে পালিয়ে আসার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বার বার একই কথা বলে গেছেন।

তবে চার বছর আগে, চরমপন্থীরা যখন ক্ষমতার শীর্ষে, তিনি সামাজিক মাধ্যমে এবং বাজফিড নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চরমপন্থী গোষ্ঠীর প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছিলেন। আইএস তখন সিরিয়া এবং ইরাক উভয়ের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে স্বঘোষিত ইসলামিক খিলাফাত শাসন বিস্তৃত করেছিল।

২০১৫ সালে তার টুইটার পোস্টে আমেরিকানদের এই গোষ্ঠীতে যোগদানের জন্য এবং যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। জাতীয় ছুটির দিনগুলিতে সমাবেশ স্থল লক্ষ্য করে গুলি বা লোকজনের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

টিএনএম-এর সাথে সাক্ষাৎকারে, মুথানা এখন বলছেন তার ফোনটি তার কাছ থেকে তখন নিয়ে নেওয়া হয়েছিল এবং টুইটগুলি আইএস সমর্থকরা করেছিল।

নিউ জার্সিতে ইয়েমেনি অভিবাসী অভিভাবকদের ঘরে জন্ম নেয়া মুথানার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল। আলাবামার বার্মিংহামের বাইরে হুভারে এক রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠেন তিনি। ২০১৪ সালে, তিনি তার পরিবারকে জানান যে তিনি স্কুল থেকে এক ভ্রমণে যাচ্ছেন কিন্তু তিনি তুরস্কে চলে যান এবং সেখান থেকে সিরিয়ায় পাড়ি জমান। টিউশনের চেক ভাঙ্গিয়ে ঐ টাকা দিয়ে ভ্রমণের খরচ যোগান।

XS
SM
MD
LG