যুক্তরাষ্ট্র এবং জাপান বুধবার ঘোষণা করেছে যে তারা পূর্ব চীন সাগর এবং তাইওয়ানের আশেপাশে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি প্রতিহত করার জন্য তাদের জোটকে শক্তিশালী করছে। শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বৈঠক করার কথা রয়েছে।
ওয়াশিংটনে বৃহস্পতিবার থেকে সাবেক প্রাউড বয়েজের চেয়ারম্যান হেনরি "এনরিকে" টারিও এবং উগ্র ডানপন্থী দলের আরও চার সদস্যের বিচার শুরু হচ্ছে। এই পাঁচজনের বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল নির্বাচনে জো বাইডেনের বিজয়কে আটকানো।
আমেরিকার বিমান সংস্থাগুলি জানিয়েছে, তারা আশা করছে যে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। একটি কম্পিউটার সিস্টেম অকেজো হওয়ার ফলে প্রায় ৫হাজার ৪’শ টি ফ্লাইট বিলম্বিত এবং আরও ৯’শ ফ্লাইট বাতিল করা হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার বিভ্রাটের কারণ জানার চেষ্টা করছে।