অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া এবং ইউক্রেন উভয়ই সোলেদারের যুদ্ধে বিজয় দাবি করছে


ইউক্রেনের সেনারা ডনেটস্ক অঞ্চলে বাখমুতের কাছে ফ্রন্ট লাইনে রুশ অবস্থানের দিকে মর্টার নিক্ষেপ করছে। ১১ জানুয়ারি ২০২৩।
ইউক্রেনের সেনারা ডনেটস্ক অঞ্চলে বাখমুতের কাছে ফ্রন্ট লাইনে রুশ অবস্থানের দিকে মর্টার নিক্ষেপ করছে। ১১ জানুয়ারি ২০২৩।

বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলেছেন, সোলেদারে প্রচণ্ড লড়াই হয়েছে, কিন্তু ইউক্রেনের বাহিনী প্রতিরোধ জারি রেখেছে।

পূর্ব ইউক্রেনের শহরটি কারা নিয়ন্ত্রণ করছে তা নিয়ে পরস্পরবিরোধী দাবির একদিন পরে মালিয়ার কথা বলেছেন।

সোলেদার রাশিয়ার দখলে, এমন প্রতিবেদনের প্রেক্ষিতে বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোলেদারের যুদ্ধকে “খুব অনিশ্চিত,গতিশীল পরিবেশ,গতিশীল লড়াই” বলে অভিহিত করেছেন।

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বুধবার বলেছেন, তার বাহিনী সমস্ত খনি শহর দখল করেছে এবং ব্যাপক লড়াইয়ে ৫শ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে।

এর কয়েক মিনিট পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, লড়াই অব্যাহত রয়েছে।

সংঘর্ষে সবচেয়ে সক্রিয় এলাকার মধ্যে এটি একটি। এটি পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন করা কঠিন করে তুলেছে।

রয়টার্স জানিয়েছে, তাদের একজন ফটোগ্রাফার সম্প্রতি সোলেদারে অবস্থান করছিলেন। তিনি বলেন, শহরের উপর দিয়ে তিনি ধোঁয়া উড়তে দেখেছিলেন এবং অবিরতভাবে গোলাগুলি চলছিল।

এছাড়া বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে যে জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেনের বাহিনীর দায়িত্ব গ্রহণ করছেন। জেনারেল সের্গেই সুরোভিকিন তিন মাস ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি এখন গেরাসিমভের ডেপুটি হবেন।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এই পদক্ষেপটি “রাশিয়া যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তার ক্রমবর্ধমান গুরুতর অবস্থার একটি সূচক এবং একটি স্পষ্ট স্বীকৃতি যে, অভিযানটি রাশিয়ার কৌশলগত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারছে না।”

এ প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG