অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী সদস্যপদের জন্য জার্মান ও ফরাসি মন্ত্রীর আহ্বান


জার্মানির ফেডারেল পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আন্নালেনা বেয়ারবক (বামে) এবং ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক ফ্রান্সের মন্ত্রী ক্যাথরিন কোলোনা (ডান থেকে দ্বিতীয়) আদ্দিস অ্যাবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর পরিদর্শন করছেন। ১৩ জানুয়ারি, ২০২৩।

ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ক্ষমতাশালী জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকার জন্য দুটি স্থায়ী আসনের প্রতি সমর্থন জানিয়েছেন।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, তিনি এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য আফ্রিকার আবেদনে তাদের সমর্থন দিয়েছেন।

আদ্দিস অ্যাবাবায় এইউ-এর সদর দপ্তরে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন মুসা ফাকির সাথে তার এবং কোলোনার সাক্ষাতের পরে বেয়ারবক এ কথা বলেন।

আফ্রিকার নেতারা কয়েক বছর ধরে জাতিসংঘের শক্তিশালী এই সংস্থায় স্থায়ী আসনের জন্য আহ্বান জানিয়ে আসছেন।

বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা ৫- ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা ২ বছরের মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়।

যদি নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন থাকে তাহলে আফ্রিকান দেশগুলো প্রথমবারের মতো জাতিসংঘের প্রস্তাবের ওপর ভেটো দেয়ার ক্ষমতা পাবে।

এদিকে বেয়ারবক বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যকার সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরেছে ।

তিনি রাশিয়ার বাহিনীকে ইউক্রেনের কিছু শস্য রপ্তানির ওপর অবরোধ দেয়ার কথা উল্লেখ করেন কারণ আফ্রিকা শৃঙ্গ বলে পরিচিত অঞ্চলটি রেকর্ড পরিমাণ খরায় ভুগছে যার কারণে লাখ লাখ মানুষ ক্ষুধার সাথে লড়াই করছে।

দুই পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের সাথেও সাক্ষাৎ করেন এবং উত্তর টিগ্রায় অঞ্চলে যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতার আহ্বান জানান।

বেশ কিছু অত্যাচারের ঘটনায় ইইউ ইথিওপিয়ার জন্য কিছু সহায়তা স্থগিত করেছে এবং বলেছে যে, সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হচ্ছে যুদ্ধে জবাবদিহিতা ।

XS
SM
MD
LG