অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় আল-শাবাবের সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার; অস্ত্র জব্দ


ফাইল: ছবি সোমালিয়ার মোগাদিশুর হোদান জেলার মুকাসার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আত্মঘাতী হামলায় একটি গাড়ি বিস্ফোরিত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও প্যারামেডিকদের দেখা যায়।( ২৫ নভেম্বর, ২০২১ )
ফাইল: ছবি সোমালিয়ার মোগাদিশুর হোদান জেলার মুকাসার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আত্মঘাতী হামলায় একটি গাড়ি বিস্ফোরিত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও প্যারামেডিকদের দেখা যায়।( ২৫ নভেম্বর, ২০২১ )

সোমালিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যৌথ অভিযান চালিয়ে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি বাড়িতে আল-শাবাব জঙ্গিদের মাটি চাপা দেওয়া অস্ত্রের একটি মজুদ জব্দ করা হয়েছে।

দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি এজেন্সির (এনআইএসএ) এক বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার গোয়েন্দা সংস্থা এবং মোগাদিশু আঞ্চলিক পুলিশের একটি যৌথ এলিট দল শুক্রবার রাজধানী মোগাদিশুতে অভিযান চালিয়ে আল-শাবাব জঙ্গিদের মাটিচাপা দেওয়া অস্ত্র জব্দ করেছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে জব্দ করা অস্ত্রের বিস্তারিত বিবরণ না দিলেও বলা হয়েছে, "অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ধরকেনলি জেলার অভিযানাধীন বাড়ি থেকে একজন সন্দেহভাজন আল-শাবাব সদস্যকে গ্রেপ্তার করেছে এবং বিষয়টির তদন্ত চলছে।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনআইএসএ- এর এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ঘরে তৈরি আগ্নেয়াস্ত্র, বোমা, গোলাবারুদ ও অন্যান্য বিস্ফোরক।

আল-শাবাবকে পরাজিত করতে এবং দেশজুড়ে সন্ত্রাসী হামলা প্রতিরোধে চলমান সরকারি অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে মোগাদিশুর বাড়িটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

শুক্রবার মোগাদিশুর নিরাপত্তা ও রাজনীতি বিষয়ক ডেপুটি মেয়র মোহাম্মদ আহমেদ দিরিয়া ইয়াবুহ বলেন, বেসামরিক নাগরিকদের মধ্যে লুকিয়ে থাকা আল-শাবাব সদস্যদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশিসহ নিরাপত্তা বাহিনীর নিরবচ্ছিন্ন অভিযান চলবে।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মাদ সোমালিয়ার নাগরিকদের কাছে, “ছারপোকার” মতো লুকিয়ে থাকা আল-শাবাব চরমপন্থী গোষ্ঠীর সদস্যদের বের করে দিতে সহায়তা আহ্বান জানানোর কয়েকদিন পর ডেপুটি মেয়র এই মন্তব্য করেন।

গত কয়েক মাস ধরে মোগাদিশুর নিরাপত্তা বিশেষজ্ঞ ও কমিউনিটি নেতারা সরকারি নিরাপত্তা সংস্থাগুলোকে “আল শাবাবের আসন্ন সন্ত্রাসবাদী হামলা প্রতিহত করতে” রাজধানীতে অভিযান জোরদার করার আহ্বান জানিয়ে আসছেন।

সোমালিয়ার প্রেসিডেন্ট গত বছর নির্বাচিত হওয়ার পরপরই আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে “পরিপুর্ণ যুদ্ধ” ঘোষণা করেন।

আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় পরিচালিত এসব সামরিক অভিযানে আল-শাবাবের প্রায় দুই হাজার যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। ভিওএ সরকারের দাবি করা মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি ।

এদিকে, মোহামুদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আল-শাবাব তাদের হামলা অব্যাহত রেখেছে।

XS
SM
MD
LG