অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করলেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান


রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান
রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান

বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো রেড ক্রিসেন্ট এর অফিসিয়াল শিক্ষাকেন্দ্র স্থাপন করেছে তুর্কি রেড ক্রিসেন্ট বাংলাদেশ-এর প্রতিনিধি দল। রবিবার (১৫ জানুয়ারি) উখিয়ার ১৭ নং ক্যাম্পে এই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, “রোহিঙ্গা সমস্যার শুরু থেকেই, তুরস্ক বাংলাদেশের স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করছে। সেই ধারাবাহিকতায় প্রথম বারের মতো অফিসিয়াল লার্নিং সেন্টার (শিক্ষাকেন্দ্র) স্থাপন করেছে তুর্কির রেড ক্রিসেন্ট বাংলাদেশ এর প্রতিনিধি দল।”

তুর্কির রেড ক্রিসেন্ট বাংলাদেশ এর প্রতিনিধি দলের প্রধান সেমিত পাসলি বলেন “বর্তমানে শিক্ষাখাত থেকে মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী, কিজিলে ভিলেন লার্নিং সেন্টার থেকে প্রায় ৮০ জন রোহিঙ্গা শিশু প্রাথমিক শিক্ষা পাবে।”

“রোহিঙ্গা সমস্যা বর্তমান বিশ্বের সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে অন্যতম। এই লার্নিং সেন্টার, রোহিঙ্গা শিশুদের সুশৃঙ্খল ও মানবিক মানুষ হতে সাহায্য করবে;” জানান তুর্কির রেড ক্রিসেন্ট বাংলাদেশ এর হেড অফ অপারেশন মো. বেলাল হোসাইন।

১৭ নম্বর ক্যাম্পের ইনচার্জ এস.এম ইশতিয়াক শাহরিয়ার এই ধরেণের আয়োজনেকে স্বাগত জানান। ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি করতে এবং লার্নিং সেন্টার-সহ এ ধরনের উদ্যোগের প্রতি সহোযোগিতার আশ্বাস দেন তিনি।

লানিং সেন্টারের শুরুটা তাদের জন্য নতুন হলেও, এই খাতটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানান ইউনিসেফ’র শিক্ষা কমূসূচির সমন্বয়ক তাজরিন জাহান।

কিজিলে ভিলেজ লানিং সেন্টারটি, শিক্ষার জন্য নিযুক্ত ৪ জন কর্মী দ্বারা পরিচালিত হবে।

XS
SM
MD
LG