অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা সালাম ও এ্যানির অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট


বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালাম এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালাম এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী

বাংলাদেশের রাজধানী ঢাকার পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালাম এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৬ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূর উদ্দিন-এর হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। একই সঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।আদালতে বিএনপির এ দুই নেতার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়, পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায়, গত ৮ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। গত ৮ ডিসেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

XS
SM
MD
LG