যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন। রবিবার জর্জিয়া রাজ্যের আটলান্টার কিংস এবেনিজার ব্যাপটিস্ট চার্চে এক প্রার্থনা সভায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গণতন্ত্র একটি বিপজ্জনক মুহূর্তে রয়েছে এবং নাগরিক অধিকার নেতার জীবন ও তাঁর লেগেসি “আমাদের পথ দেখায় এবং আমাদের এর প্রতি মনোযোগ দেওয়া উচিত।”
নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন যে আমেরিকার সবচেয়ে জনবহুল শহরে বাস বোঝাই অভিবাসন প্রার্থীদের পাঠানো বা তাদের স্থানসংকুলানের জায়গা “নিউ ইয়র্ক শহরে আর নেই।” অ্যাডামস রবিবার মেক্সিকোর সীমান্তবর্তী শহর টেক্সাসের এল পাসো পরিদর্শন করেন।
পরিচালক জেমস ক্যামেরনের 'অ্যাভাটার' ছবির সিক্যুয়েল “দ্য ওয়ে অব ওয়াটার” টানা পঞ্চম সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষে অবস্থান করেছে। রবিবার পর্যন্ত চলচ্চিত্রটি আমেরিকায় মোট আয় করেছে ৫৬২ দশমিক ৯ মিলিয়ন এবং বিশ্বব্যাপী এর মোট আয় ছিল ১ দশমিক ৮৯ বিলিয়ন।