অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়াবহ বিমান দুর্ঘটনার পরের দিন শোক পালন করছে নেপাল


পোখারায় ইয়েতি এয়ারলাইনস এর একটি বিমান দুর্ঘটনার ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করার জন্য কাজ করছে একটি দল, ১৬ জানুয়ারি ২০২৩।
পোখারায় ইয়েতি এয়ারলাইনস এর একটি বিমান দুর্ঘটনার ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করার জন্য কাজ করছে একটি দল, ১৬ জানুয়ারি ২০২৩।

কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারায় যাওয়ার সময়ে ৭২ জন যাত্রী ও ক্রু নিয়ে ইয়েতি এয়ারলাইনস এর একটি ফ্লাইট দুর্ঘটনায় পতিত হওয়ার একদিন পর সোমবার নেপাল শোকদিবস পালন করেছে।

দুই ইঞ্জিন বিশিষ্ট এটিআর-৭২ বিমানটির ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে, কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

কর্তৃপক্ষ বলছেন যে, তিন দশকের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সোমবার জানিয়েছে যে মৃতদেহের সন্ধানে উদ্ধারকর্মীরা ৩০০ মিটার গভীর একটি গিরিখাতে দড়ি বেয়ে নেমেছেন। কর্মকর্তারা জানিয়েছেন যে অন্তত ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা এপি-কে বলেন, “আগুন এতটাই উত্তপ্ত ছিল যে আমরা ধ্বংসস্তুপের কাছেও যেতে পারিনি। আমি এক ব্যক্তির সাহায্যের আর্তনাদ শুনতে পাই, কিন্তু আগুন ও ধোঁয়ার জন্য আমরা তাকে কোন সাহায্য করতে পারিনি।”

XS
SM
MD
LG