অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক লেখক গোষ্ঠী আটক ইরানি লেখকদের মুক্তির আহ্বান জানিয়েছে


আমেরিকান এবং সিডনি পেন অ্যাসোসিয়েশন ইরানে বন্দী ইরানী কবি আলী আসাদুল্লাহি এবং অন্যান্য লেখকদের মুক্তির আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতি জারি করেছে।


বিবৃতিতে বলা হয়েছে, "আসাদুল্লাহি তার প্রজন্মের একজন অনুপ্রেরণাদায়ক এবং নেতৃস্থানীয় কবি।" তার কাজ ইংরেজি, ইতালি এবং ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে।

একজন সাহিত্য সমালোচক ও ইরানী লেখক সমিতির সেক্রেটারি আলী আসাদুল্লাহিকে ২১শে নভেম্বর কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে ফাশাফুয়েহ কারাগারে নির্জন বন্দি ঘরে রাখা হয়েছে। তাঁকে কোন আইনজীবী সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।

পেনের বিবৃতিতে বলা হয়েছে, “এই লেখকদের একমাত্র অপরাধ তাদের সাহিত্য এবং কার্যকলাপ। আমরা ইরানী লেখকদের বিরুদ্ধে অবিলম্বে এই অযৌক্তিক অভিযোগগুলি প্রত্যাহার এবং তাদের মুক্তির নির্দেশ দেওয়ার জন্য ইরানী কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

XS
SM
MD
LG