অ্যাকসেসিবিলিটি লিংক

বুরকিনা ফাসো-তে ৫০ জন নারীকে অপহরণ করেছে জিহাদীরাঃ কর্মকর্তা


বুরকিনা ফাসো’র উত্তরাঞ্চলের সাহেল অঞ্চলে ইসলামী চরমপন্থীরা অন্তত ৫০ নারীকে অপহরণ করেছে, ১২-১৩ জানুয়ারি ২০২৩।

বুরকিনা ফাসো’র উত্তরাঞ্চলের সাহেল অঞ্চলে ইসলামী চরমপন্থীরা গত সপ্তাহে অন্তত ৫০ জন নারীকে অপহরণ করেছে বলে সোমবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

সাহেল এর গভর্নর লে. কর্নেল পি. এফ. রোডলফ সোর্ঘো এক বিবৃতিতে বলেন যে, সৌম প্রদেশের আরবিন্দা শহর থেকে আনুমানিক ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে জানুয়ারির ১২ ও ১৩ তারিখে অপহরণগুলো করা হয়।

ঐ নারীরা গ্রামাঞ্চলে বনজ ফল সংগ্রহ করার সময়ে তাদের অপহরণ করা হয় বলে তিনি জানান।

আল-কায়েদা ও ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে সম্পর্কিত জিহাদী সহিংসতায় বুরকিনা ফাসো জর্জরিত হয়ে রয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশে এমন সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লক্ষ মানুষ স্থানচ্যুত হয়েছেন। ধারাবাহিকভাবে সরকারগুলো লড়াই থামাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং ২০২২ সালে দুইটি সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রথম সামরিক সরকারের বিরুদ্ধে দ্বিতীয় অভ্যুত্থানটি সংঘটিত হয়।

সামরিক জান্তা সেপ্টেম্বরে ক্ষমতা দখল করে। তারা নিরাপত্তা পুনঃস্থাপন করার অঙ্গীকার করলেও সহিংসতা বন্ধে্ এখনও তাদের বেগ পেতে হচ্ছে।

এই মাসের দ্বিতীয় সপ্তাহে নিরাপত্তা সংশ্লিষ্ট ১১৬টি ঘটনা রেকর্ড করা হয় বলে, সাহায্য সংস্থাগুলোর জন্য তৈরি করা এক অভ্যন্তরীণ প্রতিবেদনে জানা যায়। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ঐ প্রতিবেদনটি দেখেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহের সাথে এই সংখ্যাটিকে তুলনা করলে এমন ঘটনায় ৬০% বৃদ্ধি লক্ষ্য করা যায়।

চরমপন্থীরা দেশ জুড়ে বিভিন্ন শহর অবরোধ করেছে। এর ফলে মানুষজনের পণ্য পাওয়া ও চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আরবিন্দা শহরটি কয়েকবছর ধরেই জিহাদি অবরোধের মধ্যে রয়েছে, যার ফলে নারীরা বের হতে চাইলে আক্রমণের ঝুঁকির মধ্যে পড়েন বলে অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে।

আরবিন্দা’র সাবেক মেয়র বুরেমা ওয়েরেম বলেন যে, ব্যাপক মাত্রায় অপহরণ একটি নতুন কৌশল এবং এটি চরমপন্থীদের কৌশল পরিবর্তনের প্রতি ইঙ্গিত করতে পারে।

XS
SM
MD
LG