অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে খ্যাত সিস্টার আন্দ্রে ১১৮ বছর বয়সে মারা গেছেন


সিস্টার আন্দ্রে দক্ষিণ ফ্রান্সের টউলনে সেন্ট ক্যাথরিন লেবার কেয়ার হোমে বসে আছেন। ২৭ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।
সিস্টার আন্দ্রে দক্ষিণ ফ্রান্সের টউলনে সেন্ট ক্যাথরিন লেবার কেয়ার হোমে বসে আছেন। ২৭ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে যাকে ধারণা করা হয়, সেই ফরাসি নান তার ১১৯ তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগে মারা গেছেন। বুধবার দক্ষিণ ফ্রান্সে তিনি যে নার্সিংহোমে ভর্তি ছিলেন সেখানকার মুখপাত্র একথা জানান।

লুসিল র‍্যান্ডন, সিস্টার আন্দ্রে নামে পরিচিত। ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি দক্ষিণ ফ্রান্সের অ্যালেস শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন।তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েও বেঁচে যাওয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন ছিলেন।

মুখপাত্র ডেভিড তাভেলা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টায় তিনি টউলন শহরের সেন্ট-ক্যাথরিন-লাবোর নার্সিং হোমে মারা যান।

জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ ১১০ বা এর বেশি বয়সী বলে মনে করা ব্যক্তিদের বিবরণ যাচাই করে। গত বছর জাপানের ১১৯ বছর বয়সী কেন তানাকার মৃত্যুর পরে তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছিল।

সিস্টার আন্দ্রে ২০২১ সালের জানুয়ারিতে তার ১১৭তম জন্মদিনের কিছু আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তার এত কম উপসর্গ ছিল যে, তিনি বুঝতেই পারেননি যে তিনি সংক্রমিত হয়েছেন। তার বেঁচে থাকার ব্যাপারটি ফ্রান্স এবং এর বাইরেও খবরের শিরোনাম হয়েছিল।

গত বছর এপ্রিলে দুটি বিশ্বযুদ্ধ পার করে তার ব্যতিক্রমী দীর্ঘায়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ফরাসি গণমাধ্যমকে বলেছিলেন, “কাজ করা...আপনাকে বাঁচিয়ে তোলে। আমি ১০৮ বছর বয়স পর্যন্ত কাজ করেছি।”

তিনি প্রতিদিন এক গ্লাস ওয়াইন এবং চকলেট উপভোগ করতেন বলে জানা যায়।

জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের তালিকাভুক্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি এখন আমেরিকায় জন্ম নেয়া মারিয়া ব্রানিয়াস মোরেরা। তার বয়স ১১৫ বছর। তিনি স্পেনে বসবাস করছেন।

XS
SM
MD
LG