অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ—সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ


গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে এই বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত রবিউল ইসলাম (৪০) গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতা ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, মোবাইলে জুয়া খেলার অভিযোগে গত শনিবার (১৪ জানুয়ারি) রাতে চারজনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পুলিশ। পরদিন পুলিশ তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাথে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে পরিবার জানতে পারে রবিউল মারা গেছেন।

বুধবার সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠি নিয়ে প্রথমে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা ওই মহাসড়কে মোটরসাইকেলে আগুন ধরিয়ে ভোগরা বাইপাস মোড়ে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয় বিক্ষিপ্ত জনতাদের।

প্রায় এক ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে পুলিশের দাবি, নির্যাতনে নয়, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ‘গত রাতে স্বজনদের জিম্মায় তাঁকে (রবিউল) ছেড়ে দেওয়া হলে বাসায় ফেরার পথে গাড়িচাপায় তিনি মারা যান। তবে এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে দেখা হবে’।

অবশ্য এই ঘটনাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার দুই এএসআইকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন-বাসন থানার এএসআই মাহবুব ও এএসআই নুরুল ইসলাম।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

XS
SM
MD
LG