অ্যাকসেসিবিলিটি লিংক

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল


ঢাকা মেট্রোরেল
ঢাকা মেট্রোরেল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অংশ নেওয়ার সুবিধার্থে আগামী রবিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া ফোনে ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

মেট্রোরেল বর্তমানে সকাল ৮টা থেকে প্রতিদিন চার ঘণ্টা চলে।

গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের যাতায়াত ব্যবস্থা নতুন যুগে পদার্পণ করে।

XS
SM
MD
LG