অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও তদন্তের দাবি এমএসএফের


গাজীপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর নিন্দা এবং এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের মানবাধিকার সংগঠন ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’ (এমএসএফ)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এমএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

গাজীপুর শহরের পেয়ারা বাগানের বাসিন্দা রবিউল ইসলাম (৪০) পুলিশ হেফাজতে মারা যান বলে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন। বুধবার বিষয়টি সবাই জানতে পারেন।

এমএসএফের বিবৃতি অনুযায়ী, এ ঘটনায় পুলিশের বক্তব্য গ্রহণযোগ্য নয়। সংগঠনটির পক্ষ থেকে মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ময়নাতদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ বের করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় তারা।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি রবিউলসহ চারজনকে আটক করে পুলিশ। তবে রবিউল ছাড়া বাকি তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।

১৭ জানুয়ারি পুলিশের একটি দল রবিউলের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে সই নেয়। এরপর রবিউলের স্ত্রী জানতে পারেন তাঁর স্বামী মারা গেছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, ‘দুই উপপরিদর্শক রবিউলকে থানায় নিয়ে গেলে ১৭ জানুয়ারি তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় রবিউল ছিটকে পড়েন। পরে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়’।

নিহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল আটকে রাখেন।

মৃত্যুর ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের দুই পুলিশ সদস্যকে বুধবার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন- মাহবুব ও নুরুল ইসলাম। দুজনই বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।

বিষয়টি ইউএনবিকে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান

তিনি আরও বলেন, ‘ঘটনা তদন্তে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে’।

XS
SM
MD
LG