অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড আক্রান্তদের জন্য কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে হংকং


হংকং-এর সিং ই-এ নতুন একটি অস্থায়ী কোভিড-১৯ হাসপাতাল এবং আইসোলেশন ব্যবস্থার একটি স্থাপনার ছবি। ২৬ ফেব্রুয়ারি, ২০২২। ফাইল ছবি।
হংকং-এর সিং ই-এ নতুন একটি অস্থায়ী কোভিড-১৯ হাসপাতাল এবং আইসোলেশন ব্যবস্থার একটি স্থাপনার ছবি। ২৬ ফেব্রুয়ারি, ২০২২। ফাইল ছবি।

হংকং বৃহস্পতিবার জানিয়েছে, শীঘ্রই তারা কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতার ইতি টানবে।

প্রধান নির্বাহী জন লি আইন প্রণেতাদের বলেন, এই পদক্ষেপটি “স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি।”

নতুন নীতিটি ৩০ জানুয়ারি কার্যকর হবে এবং এই মাসের শুরুতে চীনের মূল ভূখণ্ড অনুরূপ পদক্ষেপ নেবে।

শরীরচর্চা বাদে অন্যান্য সময় হংকং-এর বাসিন্দাদেরকে মাস্ক পরতে হবে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG