বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেছেন যে ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এর পর থেকে দুই দেশের মধ্যে অর্থনীতি, যোগাযোগ, বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতিসহ সব ক্ষেত্রই সম্পর্ক বিস্তৃত হয়েছে।
বাংলাদেশ-নেপাল কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে, শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে, ঢাকা অবস্থিত নেপাল দূতাবাস, বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি এবং বাংলাদেশ বুক ক্লাব আয়োজিত শিল্প প্রতিযোগিতায় রাষ্ট্রদূত ভান্ডারী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে।
তিনি আরও বলেন, “এছাড়াও, ভারত ও ভুটানের পর ১৯৭২ সালের ১৬ জানুয়ারি সপ্তম দেশ হিসেবে নেপাল বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।”