যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, ইউক্রেনকে রুশ বাহিনীর মোকাবেলায় সহায়তা করার জন্য “গভীরভাবে উপলব্ধির ” সময় এসেছে। জার্মানিতে নেটো ও অন্যান্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে পেন্টাগন কিয়েভকে ২৫০ কোটি ডলার পর্যন্ত নতুন সামরিক সহায়তা প্যাকেজ দেয়ার কথা ঘোষণা করেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং বৃহস্পতিবার তাকে পুনরুদ্ধার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা হয়। সেখানে একাধিক মারাত্মক ঝড়ে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন এবং রাজ্যের ৫৮টি কাউন্টির মধ্যে ৪১টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড শুক্রবার ঘোষণা করেছে যে তারা প্রায় ১২হাজার বা ৬শতাংশ কর্মী ছাঁটাই করছে। এর আগে মাইক্রোসফট কর্পোরেশন ১০হাজার এবং অ্যামাজন প্রায় ১৮হাজার কর্মী ছাঁটাই করার কথা জানায়।