ক্যামেরুনের কর্মকর্তারা জানিয়েছেন যে, দেশটির উত্তরপশ্চিম অঞ্চলের রাজধানী বামেন্দা-তে বিচ্ছিন্নতাবাদীরা দুইজন নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করেছে। বিদ্রোহীরা ১২ মার্চের সিনেট নির্বাচনকে বিঘ্নিত করার অঙ্গীকার করেছে। সরকার বলছে হত্যাকাণ্ড দুইটি সত্ত্বেও নির্বাচনী প্রস্তুতি অব্যাহত থাকবে।
ক্যামেরুনের মানুষজন জানান যে, তারা শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন যে বামেন্দার প্রধান সড়কগুলোতে সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। বামেন্দা ক্যামেরুনের উত্তরপশ্চিম অঞ্চলের রাজধানী।
সামরিক বাহিনী জানায় যে, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি বাড়িতে তল্লাশী চালানো হয়, বিশেষ করে ফোনচা স্ট্রিট এলাকায়, কিন্তু তল্লাশী কেন চালানো হয় বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে তারা কিছু বলেনি। ফোনচা স্ট্রিট একটি জনপ্রিয় মহল্লা।
ফোনচা স্ট্রিটেই বৃহস্পতিবার সকালে গিলবার্ট ইয়ুফেলা টাটেং এর মরদেহ পাওয়া যায়। টাটেং ক্যামেরুনের নির্বাচন ব্যবস্থাপনা সংগঠনের জাকিরি শহরের ডিস্ট্রিক্ট সভাপতি। শহরটি বামেন্দা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
সামরিক বাহিনী জানায় যে টাটেং-কে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয়।
ইলেক্যাম (ইএলইসিএএম) নামে পরিচিত নির্বাচনী সংগঠনটি বলে যে, টাটেং ১২ মার্চের সিনেট নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন।
ইলেক্যাম আরও জানায় যে, মোমো-তে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা তাদের কর্মকর্তা, জন ফাই-কেও বৃহস্পতিবার রাতে হত্যা করা হয়েছে। মোমো হল উত্তরপশ্চিম অঞ্চলের একটি প্রশাসনিক বিভাগ। ইলেক্যাম ও দেশটির সরকার, উভয়েই বলছে যে, বিচ্ছিন্নতাবাদীরা ঐ দুই কর্মকর্তাকে হত্যা করেছে।
বিচ্ছিন্নতাবাদী আম্বাজোনিয়া ডিফেন্স ফোর্সেস এর মুখপাত্র ও প্রতিরক্ষা বিষয়ক সহকারি প্রধান, ক্যাপো ড্যানিয়েল বলেন যে, ঐ দুই কর্মকর্তা বিচ্ছিন্নতাবাদীদের আদেশ অমান্য করেন এবং তারা নির্বাচনের প্রস্তুতিতে সম্পৃক্ত ছিলেন।
ড্যানিয়েল বলেন, “আম্বাজোনিয়ার যে কোন নাগরিক, যিনি ক্যামেরুনের সিনেট নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। ক্যামেরুনের যেসব কর্মকর্তা এই নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত, তাদেরকে উপনিবেশবাদে সহযোগিতা করার জন্য আমাদের বাহিনীগুলো শিকার করে আনবে। শত্রু রাষ্ট্রের আইন আমাদের মানুষের উপর প্রয়োগ করতে শত্রু রাষ্ট্রের সাথে সহযোগিতা করার জন্য ইলেক্যামের দুই কর্মকর্তা ইতোমধ্যেই এই পরিণতি ভোগ করেছেন।”
ফাই-কে বিক্ষুব্ধ জনতা হত্যা করেছে বলে জানানো স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো বিচ্ছিন্নতাবাদীরা প্রত্যাখ্যান করেছে।