অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে জীবনের জন্য পদযাত্রা


ওয়াশিংটনের ন্যাশনাল মল’এ মার্চ ফর লাইফ সমাবেশে যোগ দেয়া জনসাধারণ। শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২। ফাইল ছবি।
ওয়াশিংটনের ন্যাশনাল মল’এ মার্চ ফর লাইফ সমাবেশে যোগ দেয়া জনসাধারণ। শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২। ফাইল ছবি।

শুক্রবার ওয়াশিংটনের ন্যাশনাল মলে বা জাতীয় উদ্যানে জীবনের জন্য বার্ষিক পদযাত্রা শুরু হয়।

গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে স্বীকৃতি দেয় এমন একটি মামলা হলো রো বনাম ওয়েড। গত বছর সুপ্রিম কোর্টে এই মামলার রায় উলটে যাওয়ার পরে এই প্রথমবারের মতো গর্ভপাত বিরোধী এই বার্ষিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

মার্চ ফর লাইফ এডুকেশন এন্ড ডিফেন্স ফান্ডের সভাপতি জিন মানচিনি এক বিবৃতিতে বলেছেন, “এই বছরটি বিগত ৫০ বছরে গর্ভপাতের কারণে হারিয়ে যাওয়া লক্ষ লক্ষ প্রাণের কথা স্মরণ করিয়ে দেবে, তবে এটি আমরা নতুন এই যুগে প্রবেশ করার সাথে সাথে আমরা কতদূর পথ পাড়ি দিয়েছি তার একটি উদযাপনের অংশও। সেইসাথে জীবন রক্ষার অনুসন্ধান চালানোর নতুন যুগে প্রবেশ করায় এই আন্দোলনে আমাদের প্রচেষ্টার কোথায় জোর দিতে হবে সেটিও ভাবার সময় হয়েছে। ”

যেহেতু যুক্তরাষ্ট্রের নারীরা গর্ভপাত সংক্রান্ত তাদের সাংবিধানিক অধিকার হারিয়েছেন, তাই রাজ্যগুলো এ সম্পর্কে তাদের নিজস্ব আইন তৈরি করছে, এর ফলে একটি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে। কিছু রাজ্য গর্ভপাতের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপের কাছাকাছি ধরনের আইন করেছে।

রো বনাম ওয়েড মামলার পঞ্চাশ বছর পূর্তি হবে এই রবিবার।

XS
SM
MD
LG