অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পিত আঙ্কারা-সফর বাতিল করেছে তুরস্ক


ব্রাসেলসে নেটোর সদর দফতরে, নেটো প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে এসেছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পিটার হুল্টভিস্ট, ১২ অক্টোবর ২০২২। (ফাইল ফটো)
ব্রাসেলসে নেটোর সদর দফতরে, নেটো প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে এসেছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পিটার হুল্টভিস্ট, ১২ অক্টোবর ২০২২। (ফাইল ফটো)

আঙ্কারায় সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পিত সফরটি বাতিল করেছে তুরস্ক।স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের বাইরে, তুরস্ক-বিরোধী বিক্ষোভ-সমাবেশ করতে প্রতিবাদকারীদের অনুমতি দেয় ঐ নরডিক দেশটি।এ কারণে প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করেছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন যে, সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসনের ২৭ জানুয়ারির সফরটির “কোন মানে নেই”; কারণ দেশটিতে তুরস্ক-বিরোধী “জঘন্য” প্রতিবাদগুলো থামাতে সুইডেন কোন পদক্ষেপ নেয়নি।

সুইডেন নেটো সদস্য হওয়ার চেষ্টা চালাচ্ছে। নেটো সদস্য হিসেবে ‍তুরস্ক জোটটিতে যোগ দেওয়ার জন্য সুইডেনের আবেদনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া স্থগিত রেখেছে। কারণ সুইডেন তুরস্ক-বিরোধী প্রতিবাদ আয়োজন করতে অনুমতি দেওয়া অব্যাহত রেখেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে, আকার বলেন,“পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল”।

সুইডেনে পরিকল্পিত প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদকালে পরিকল্পিতভাবে পবিত্র কোরান শরীফ পোড়ানোর কারণে তুরস্ক শুক্রবার সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে।


XS
SM
MD
LG