অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ


পবিত্র কোরআন। (ফাইল ছবি)
পবিত্র কোরআন। (ফাইল ছবি)

সুইডেনের স্টকহোমে তুর্কিয়ে প্রজাতন্ত্রের দূতাবাসের সামনে শনিবার (২১ জানুয়ারি) একজন কট্টর ডানপন্থী নেতার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার (২২ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “মত প্রকাশের স্বাধীনতার ছদ্মবেশে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।”

মন্ত্রণালয় বলেছে, “ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে যে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে।”

বাংলাদেশ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে, অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG