অ্যাকসেসিবিলিটি লিংক

সামরিক বাহিনী সম্প্রসারণের লোকবল ও সরঞ্জাম পেতে রাশিয়াকে ‘সম্ভবত বেগ পেতে হবে’: ব্রিটেন


১৯ জানুয়ারি ২০২৩ তারিখে ইউক্রেনের বুচায় আনইয়া কোরোসটেনস্কা তার বাগদত্তা ওলেকসি জাভাদস্কির অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে তার কবরের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন। জাভাদস্কি একজন ইউক্রেনীয় সৈন্য যিনি বাখমুতে ১৫ জানুয়ারি যুদ্ধে নিহত হন।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার বলে যে, রাশিয়া “অত্যন্ত সম্ভাব্যরূপে এমন মূল্যায়ন করেছে যে, বর্তমান ইউক্রেন যুদ্ধের বাইরেও অনেক বছর ধরে আরও বর্ধিত একটি প্রথাগত সামরিক হুমকি বজায় থাকবে”। রবিবার টুইটারে পোস্ট করা হালনাগাদ গোয়েন্দা তথ্যে মন্ত্রকটি বলে যে, রাশিয়াকে “পরিকল্পিত এই সম্প্রসারণের জন্য লোকবল ও সরঞ্জাম পেতে খুব সম্ভবত বেগ পেতে হবে”।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক গত সপ্তাহে ঘোষণা দেয় যে, তারা তাদের সশস্ত্র বাহিনীর লোকবল বৃদ্ধি করে ১৫ লক্ষ করতে চায়।

রাশিয়া আরও ঘোষণা দেয় যে, তারা মস্কো ও লেনিনগ্রাড সামরিক ডিস্ট্রিক্ট পুনঃস্থাপন করার পরিকল্পনা করেছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলে যে, এমন পদক্ষেপ “পশ্চিম রাশিয়ায় সোভিয়েত আমলের বাহিনীর গঠনে আংশিকরূপে ফিরে যাওয়াকে” প্রতিফলিত করে।

ফিনল্যান্ডের সীমান্তের কাছে কারেলিয়া-তে একটি নতুন সেনাবাহিনী কোর স্থাপনেরও পরিকল্পনা রয়েছে রাশিয়ার।

এদিকে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির সিদ্ধান্তহীনতার ফলে শনিবার টুইটারে ইউরোপীয় কর্মকর্তাদের নিন্দার ঝড় ওঠে। লাতভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিনকেভিকস জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা “এখনই ইউক্রেনকে লেপার্ড ট্যাংক প্রদান করে”।

তার নিজের পক্ষে, লিথুয়েনিয়া ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষে হয়ে কথা বলার সময়ে তিনি বলেন, “রুশ আগ্রাসন ঠেকাতে, ইউক্রেনকে সহায়তা করতে ও ইউরোপে দ্রুত শান্তি পুনঃস্থাপন করতে এটি প্রয়োজন। মুখ্য ইউরোপীয় শক্তি হিসেবে জার্মানির এ বিষয়ে বিশেষ দায়িত্ব রয়েছে।”

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস ইউক্রেনে “আরও অনেক” অস্ত্র দ্রুতবেগে পাঠানোর জন্য আহ্বান জানান।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিবিগন্যিয় রে “এখনই পদক্ষেপের” অনুরোধ করেন।

XS
SM
MD
LG