বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশের মানুষ কোনোভাবেই একদলীয় শাসন মেনে নেবে না। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের নেতা, শহীদ ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের ৫৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার (২২ জানুয়ারি) শহীদ আসাদ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা আমাদের গণতন্ত্রকে আমাদের মতো করে রূপ দেব। গণতন্ত্র এখন তাদের। এটা কোন গণতন্ত্র।” বিএনপি মহাসচিব বলেন, তাদের দল প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে।
মির্জা ফখরুল বলেন, “শহীদ আসাদ যে সময়ে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের মিল রয়েছে। তখন বুদ্ধিজীবীরা চুপ করে থাকতেন। আমাদের বুদ্ধিজীবীরাও এখন অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন না।”
বিএনপি মহাসচিব বলেন, “পাকিস্তানের তৎকালীন শাসক আইয়ুব খান পদত্যাগ করেছিলেন এবং বলেছিলেন যে তিনি পাকিস্তানের ধ্বংস দেখতে চান না। কিন্তু তারা (আওয়ামী লীগ) কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না। তারা তাদের ক্ষমতা রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে।” তিনি বলেন, “দেশের এই দুঃসময়ে যারা এখন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছেন তাদের জন্য আসাদ অনুপ্রেরণার উৎস।”