অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রেসল্যান্ডে লিসা মেরি প্রেসলির স্মরণ সভায় শোক প্রকাশ


লিসা মেরি প্রেসলি, লস অ্যাঞ্জেলেসের টিসিএল চাইনিজ থিয়েটারে একটি অনুষ্ঠানে। ৭ মে ২০১৫। (ফাইল ছবি)
লিসা মেরি প্রেসলি, লস অ্যাঞ্জেলেসের টিসিএল চাইনিজ থিয়েটারে একটি অনুষ্ঠানে। ৭ মে ২০১৫। (ফাইল ছবি)

মেমফিসের গ্রেসল্যান্ডে বিশাল ভবনে এক স্মরণ সভায় প্রয়াত গায়িকা লিসা মেরি প্রেসলিকে শ্রদ্ধা জানাতে রবিবার সকালে শত শত শোকার্ত লোক জড়ো হয়। ভবনটি তিনি তার বাবা, রক কিংবদন্তি এলভিস প্রেসলির কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন।

গত ১২ জানুয়ারী ৫৪ বছর বয়সে মারা যান লিসা। তার আগের দিন, নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে, লস অ্যাঞ্জেলেস-এরিয়া হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।

তার মা, প্রিসিলা প্রেসলি, গ্রেসল্যান্ডের সার্ভিসে বলেন, "আমাদের হৃদয় ভেঙে গেছে লিসা, এবং আমরা সবাই তোমাকে অনেক ভালবাসি। তিনি আরও বলেন, লিসা মেরি প্রেসলি সারা বিশ্বের অনেক মানুষের কাছে একজন আইকন, একজন রোল মডেল, একজন সুপারহিরো ছিলেন।"

গায়ক অ্যালানিস মরিসেট, বিলি কর্গান এবং অ্যাক্সেল রোজ এসময় সঙ্গীত পরিবেশন করেন।

লিসা মেরি তার কন্যা, অভিনেত্রী রাইলি এবং ১৪ বছর বয়সী যমজ সন্তান ফিনলে এবং হার্পার লকউডকে রেখে গেছেন।

পপ তারকা মাইকেল জ্যাকসন এবং অভিনেতা নিকোলাস কেজসহ চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিসা, এবং চারবারই তিনি বিবাহবিচ্ছেদ করেন।

১৯৭৭ সালে গ্রেসল্যান্ডে ৪২ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এলভিস প্রেসলি। সে সময় আমেরিকান সঙ্গীতের অন্যতম সেরা তারকার একমাত্র সন্তান লিসার বয়স ছিল মাত্র ৯ বছর। গ্রেসল্যান্ড প্রাসাদটি এখনও একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ।

এলভিস এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরও গ্রেসল্যান্ড মেডিটেশন গার্ডেনে সমাহিত করা হয়েছে।

XS
SM
MD
LG