অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ক্যালিফোর্নিয়ায় কৃষি কারখানায় বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত


ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে গুলির ঘটনাস্থলের কাছে পুলিশের টেপ দেখা যাচ্ছে। ( ২৩ জানুয়ারি, ২০২৩)
ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে গুলির ঘটনাস্থলের কাছে পুলিশের টেপ দেখা যাচ্ছে। ( ২৩ জানুয়ারি, ২০২৩)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, সোমবার কৃষি কারখানায় দুটি গুলির ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

সান ফ্রান্সিসকোর দক্ষিণে হাফ মুন বে-তে এই গুলির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, একটি স্থানে চারজনকে মৃত অবস্থায় এবং পঞ্চম জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। কয়েক কিলোমিটার দূরে দ্বিতীয় আরেকটি স্থানে আরও তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সান মাতেও কাউন্টির শেরিফ ক্রিস্টিনা কর্পাস, সন্দেহভাজন বন্দুকধারীর নাম চুনলি ঝাও বলে জানিয়েছেন। তার বয়স ৬৭ বছর বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি পুলিশ স্টেশনের পার্কিং লটে আত্মসমর্পণের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িতে একটি অস্ত্র পাওয়া গেছে।

কর্পাস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি তদন্তকারীদের সহযোগিতা করছেন, তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

"খুব ঘনিষ্ঠ" কৃষি সম্প্রদায় বলে পরিচিত এই অঞ্চলের প্রতিনিধি, রাজ্যের সিনেটর জশ বেকার বলেছেন, "আমরা এখনও ঠিক কী ঘটেছিল এবং কেন ঘটেছে তা বোঝার চেষ্টা করছি, তবে এটি অবিশ্বাস্যভাবে, অবিশ্বাস্যরকম দুঃখজনক।"

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মন্টেরে পার্কে শনিবার বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত ও নয়জন আহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক টুইটবার্তায় বলেছেন, সোমবারের ঘটনা যখন তিনি জানতে পারেন, তখন শনিবারের গুলিতে আহতদের সঙ্গে হাসপাতালে তিনি বৈঠক করছিলেন।

"ট্র্যাজেডির উপর ট্র্যাজেডি," তিনি লেখেন।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এসেছে অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG