অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয়—টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার


টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার
টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

সম্প্রতি বাংলাদেশে অ্যান্ড্রয়েট ফোনে বিজয় কি–বোর্ড বাধ্যতামূলক করা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, “অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড অ্যাপলিকেশন ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয়”।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি একটি ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ‘বাধ্যতামূলক’ একটি শব্দ ব্যবহার করেছে, শব্দটি বিভ্রান্তিকর”।

তিনি আরও বলেন, “যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি যেকোনো অ্যাপলিকেশন রাখতে পারেন, আন-ইনস্টল করতে পারেন, নতুন করে ইনস্টল করতে পারেন। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই। এটি বাধ্যতামূলক নয়”।

মোস্তাফা জব্বার বলেন, “উৎপাদক অথবা আমদারিকারক বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য একটি সফটওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবেন কী করবেন না, সেটি সম্পূর্ণ তাঁর এখতিয়ার”।

XS
SM
MD
LG