অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চিনির দাম কেজিতে বাড়বে ৫ টাকা, কার্যকর ১ ফেব্রুয়ারি থেকে


বাংলাদেশ সরকার আবারও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে।বর্ধিত দাম কার্যকর হবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন-এর নির্বাহী সচিব একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। দাম বৃদ্ধির পর, প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম হবে ১১২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং উৎপাদন খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা চিনির দাম ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।” এর আগে, সরকার ২০২২ সালের নভেম্বরে চিনির খুচরা মূল্য বাড়িয়েছিল।

নির্ধারিত মূল্য থাকার পরও, বাজারে খোলা চিনি ১১০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনির দাম বাড়ার জন্য পাইকারি বিক্রেতাদের দায়ী করেছেন খুচরা বিক্রেতারা।

XS
SM
MD
LG