অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত


 বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন যে বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন,“এ লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে।”

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও জানান যে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্রপতি বলেছেন, “রোহিঙ্গারা বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে। তবে এই মানুষদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।” এই সংকট অবসানে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন আবদুল হামিদ।

বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, বাণিজ্য সম্প্রসারণ ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

XS
SM
MD
LG