অ্যাকসেসিবিলিটি লিংক

প্রকল্পের নকশা প্রণয়ন ও বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রস্তাবের প্রতিবাদ করেছে আইইবি


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)

জেলা প্রশাসকদের বার্ষিক সম্মেলনে, জেলার প্রকল্পগুলোর নকশা প্রণয়ন ও বাস্তবায়ন তদারকির ক্ষমতা চেয়ে জেলা প্রশাসকদের পক্ষ থেকে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে, সেই প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আইইবি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, “ জেলা প্রশাসকদের প্রস্তাব অবাস্তব ও অযৌক্তিক। এ ধরনের প্রস্তাব উত্থাপন করে তারা বিদ্যমান ক্রয় বিধি লঙ্ঘনের চেষ্টা করছেন।” তিনি আরও বলেন, “পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ১২নং বিধি অনুসরণ করে ভূমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গণপূর্ত কারিগরি দক্ষতাসম্পন্ন প্রকৌশল প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত হয়।”

প্রকৌশলীদের দ্বারা করা অনুমান, নকশা ও মনিটরিং গুণমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করে; সম্মেলনে জেলা প্রশাসকদের এমন মন্তব্যকে আইইবি দুঃসাহসিক বলে উল্লেখ করেছে। আইইবি আরও জানিয়েছে, জেলা প্রশাসকরা কাজের সমন্বয় করতে পারলে, সময়মতো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।

সরকারের কাছে, জেলা প্রশাসকদের প্রস্তাব বিবেচনা না করার জন্য জোর দাবি জানিয়েছে আইইবি।

XS
SM
MD
LG