বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। পানামার পতাকাবাহী এমভি মারস নামে জাহাজটি শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর ফেলে। জাহাজটিতে ১৯৩ প্যাকেজে, এক হাজার ৫১৯ মেট্রিক টন সেতুর মুল অবকাঠামোর মালামাল রয়েছে। এখন জাহাজ থেকে মালামাল খালাসের কাজ চলছে।
এমভি মারস জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী সাংবাদিকদের জানান যে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মুল অবকাঠামো তৈরির মালামাল নিয়ে জাহাজটি ১৬ জানুয়ারি ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। শুক্রবার দুপুরে মোংলা বন্দরে নোঙর ফেলে। জাহাজটিতে ১৯৩ প্যাকেজে এক হাজার ৫১৯ মেট্রিক টন মালামাল রয়েছে।”
এনিয়ে পঞ্চম বার জাহাজে করে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল এসেছে। মোংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ জানান, জাহাজ থেকে সেতুর মালামাল খালাস কাজ চলছে। রবিবারের (২৯ জানুয়ারি) মধ্যে খালাস শেষ হতে পারে।”
উল্লেখ্য, সিরাজগঞ্জে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে।